স্পোর্টস রিপোর্ট: আন্তর্জাতিক বিরতি শেষে পিএসজির জার্সিতে ফিরেই দুর্দান্ত গোল করলেন লিওনেল মেসি। শনিবার (১ অক্টোবর) রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির ম্যাচ ছিল নিসের বিপক্ষে। ম্যাচে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল করলেন পিএসজির আর্জেন্টাইন তারকা। সেন্টার বক্সের একেবারে মাথা থেকে বাম পায়ের ফ্রি-কিকটি নেন মেসি। নিসের ডিফেন্সকে বোকা বানানোর জন্য প্রথমে দৌড় দেন নেইমার। মনে হচ্ছিল যেন তিনিই কিকটা নেবেন। কিন্তু না, প্রতিপক্ষের এই বিভ্রান্তির সুযোগ নিয়ে ট্রেডমার্ক ফ্রি-কিকটি করে বসেন মেসিই। ২৯তম মিনিটে মেসির করা এই গোলের পর অবশ্য পিএসজি লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল হজম করে বসে তারা। কিন্তু বদলি হিসেবে মাঠে নামা কিলিয়ান এমবাপে ৮৩তম মিনিটে গোল করে ২-১ ব্যবধানে পিএসজির জয় নিশ্চিত করেন।
Discussion about this post