আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোহলু শহরের প্রধান বাজারে অবস্থিত একটি মিষ্টির দোকানে বোমা বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ২০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কোহলু জেলা সদর (ডিএইচকিউ) হাসপাতালের সুপারিনটেনডেন্ট আসগর মারি জানিয়েছেন, ‘বিস্ফোরণের পর ২১ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেলেও ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনকদের ডেরা গাজি খান শহরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’ বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে এর আগে এ ধরনের হামলার জন্য জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করা হয়েছিল। বেলুচিস্তানের স্বরাষ্ট্র বিষয়ক মুখ্যমন্ত্রীর উপদেষ্টা মীর জিয়া ল্যাঙ্গোভের মতে, প্রাথমিক পুলিশ তদন্তে এটি রিমোট কন্টোল বোমা বিস্ফোরণ বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, ‘বোমা ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে রয়েছে এবং তারা শীঘ্রই বিস্ফোরণের কারণ নিশ্চিত করবে।’ আত্মঘাতী এবং দূর-নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণসহ সন্ত্রাসী হামলা বেলুচিস্তান প্রদেশে ঘটা ঘন ঘন বিপদের মধ্যে একটি।
Discussion about this post