জয়পুরহাট প্রতিনিধি: ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের (১৩) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের ১ নম্বর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ওই কিশোর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজার হাতল ধরে ঝুলতে-ঝুলতে যাচ্ছিল। এসময় ট্রেনটি পাঁচবিবি শহরের ১ নম্বর রেলগেটে এলে ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পাঁচবিবি থানার ওসি বলেন, ওই কিশোর ট্রেনের একটি বগির দরজার হাতল ধরে ঝুলছিল। হঠাৎ ধাক্কা লেগে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। নিহত কিশোরের বয়স ১৩ বছর হবে। তার নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।
Discussion about this post