আন্তর্জাতিক ডেস্ক: লেবার পার্টি থেকে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হককে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। লেবার পার্টির কনফারেন্স ফ্রীঞ্জ ইভেন্টে চ্যান্সেলর কোয়াসি কোয়ার্টেং সম্পর্কে এক মন্তব্যের কারনে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কনফারেন্স ফ্রিঞ্জ ইভেন্টে রূপা চ্যান্সেলরকে ‘সুপারফিশিয়ালি’ কালো বলে মন্তব্য করলে তীব্র সমালোচনার সম্মুখীন হন। এই প্রেক্ষাপটে তার দল লেবার পার্টি বিষয়টি তদন্ত এবং তদন্তকালীন সময়ে তাকে দল থেকে সাময়িক বহিস্কার ও দলীয় হুইপ পদ থেকে প্রত্যাহার করে নিয়েছে। মিসেস হক আরও বলেছিলেন, ‘আপনি যদি আজকের প্রোগ্রামে তার কথা শুনতে পান, তবে আপনি জানতে পারবেন না যে তিনি কালো।’ টোরি পার্টির চেয়ার জেক বেরি তার এই মন্তব্যকে বর্ণবাদী এবং ঘৃণ্য বলে অভিহিত করেছেন। ডেপুটি লেবার নেত্রী অ্যাঞ্জেলা রেনার বলেছেন, ‘এই মন্তব্য অগ্রহণযোগ্য। মিসেস হকের ক্ষমা চাওয়া উচিত, যখন পার্টির পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ডেভিড ল্যামি মন্তব্যটিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন।’ সংসদীয় দল সদস্য পদ স্থগিত হওয়ায় রূপা হক এখন একজন স্বতন্ত্র সাংসদ হিসেবে সংসদে বসবেন।
Discussion about this post