খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে থানায় মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা এলাকার ধনিময় ত্রিপুরা এবং একই উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ার সমুয়েল ত্রিপুরা। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) খাগড়াছড়ি পৌরসভার মধুপুর মুসলিমপাড়া এলাকায় ভাড়া বাসায় মেয়েকে রেখে গ্রামের বাড়ি বেড়াতে যান পরিবারের সদস্যরা। রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে রাতেই ভিকটিমকে ছেড়ে দেয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ভিকটিমের মা বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post