স্টাফ রিপোর্টার(বরিশাল): ১৫ বছরের সংসার ও দুই কন্যা সন্তান রেখে পরকীয়ার টানে দেবরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ভাবী। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বলহার গ্রামে। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফ্রান্স ফেরত রুহুল আমিনের স্ত্রী আসমা আক্তার প্রমান করেছে সন্তানের চেয়ে পরকীয়া প্রেমই বড়। রুহুল আমিন বলেন, ১৫ বছরের তার সংসার জীবনে রয়েছে দুটি ফুটফুটে কন্যা সন্তান। প্রবাসে থাকার সুবাদে আমার আপন চাচাতো ভাই শামীমের সাথে আসমা পরকীয়ায় জড়িয়ে পরে। একপর্যায়ে প্রবাস জীবনের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিয়ে সম্প্রতি গোপনে আমাকে ডিভোর্স দিয়ে শামীমের হাত ধরে আসমা অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।
Discussion about this post