ঢাকা: আগামী বছরের জানুয়ারী থেকে মাঠ পর্যায়ে ভোটারদের ১০ আঙ্গুলের ছাপ নেওয়ার কাজ শুরু করবে নির্বাচন কমিশন—ইসি। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসি এই কার্যক্রম শুরু করবে। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে ভোটারের ১০ আঙ্গুলের ছাপ লাগবে বলে জানিয়েছে ইসি। শনিবার জাতীয় পরিচয়পত্র-এনআইডি উইংয়ের ডিজি এ কে এম হুমায়ূন কবীর শনিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। হুমায়ূন কবীর বলেন, আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি। যারা দশ আঙ্গুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙ্গুলের ছাপ নেওয়া হবে। “আগামী জাতীয় সংসদে নির্বাচনে ভোট দিতে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট আপডেট করবে ইসি। যারা দশ আঙ্গুলের ছাপ দেননি তাদের আগামী জানুয়ারি থেকে আঙ্গুলের ছাপ নেওয়া হবে।” -হুমায়ূন কবীর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিকল্পনা প্রণয়ন করেছে। এবার সর্বোচ্চ ১৫০ আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণের পরিকল্পনা করছে ইসি। নির্বাচনী রূপরেখার অংশ হিসেবে নির্বাচন কমিশন রুটিন ওয়ার্ক হচ্ছে স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়ন ও সরবরাহ করা। ভোটার তালিকা প্রণয়নের অংশ হিসেবে সংস্থাটি ভোটারদের দুই হাতের ১০ আঙ্গুলের ছাপ নেবে। ২০২৩ সালের নভেম্বরে বর্তমান ক্ষমতাসীন সরকারের ময়াদে শেষ হচ্ছে। নিয়মানুযায়ী নভেম্বর থেকে জানুয়ারির ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। সেই হিসেবে ২০২৩ সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালে জানুয়ারিয় প্রথম সপ্তাহ নির্বাচন করার পকিল্পনা করেছে নির্বাচন কমিশন।
Discussion about this post