লালপুর(নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রেনে কাঁটা পড়ে ইন্তাজ আলী (২৫) নামের রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার শেখ জিয়াউদ্দিন বাবলু বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫মিনিটের দিকে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনের চাকার নিচে পৃষ্ঠ হয়ে উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার অ্যাডভোকেট ইসাহাক আলীর ছেলে। সে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী বলে জানা গেছে।
Discussion about this post