ঢাকা: মুন্সীগঞ্জে বিএনপির সমাবেশে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওনের (২৬) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে ময়নাতদন্ত শুরু করে বিকাল সোয়া ৪টার দিকে সম্পন্ন হয়। ময়নাতদন্ত সম্পন্ন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. জান্নাতুন নাঈম। এর আগে, শাওনের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, শাওনের কপালের ডান পাশে গভীর ক্ষত চিহ্ন ও মাথার পেছনে ডান পাশে গভীর ক্ষত চিহ্ন আছে। সেখান দিয়ে মগজ বেরিয়ে গেছে। ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পর শাওনের মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ের সামনে হয়। অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের মুক্তারপুরে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।
Discussion about this post