বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার পর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপজেলায় সংগঠনকে আরো গতিশীল করতে মেয়াদোত্তীর্ণ এ শাখা কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো। তবে সংবাদ বিজ্ঞপ্তিতে মিথুনের ইয়াবা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। এদিকে গত সোমবার সভাপতি বিএম আদনান খালিদ মিথুনের ১৫ সেকেন্ডের ইয়াবা সেবন করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে বুধবার বরগুনা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করে ভিডিওটি ভুয়া বলে দাবি করেন তিনি। বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় সংগঠনকে গতিশীল করতে এ কমিটি বিলুপ্ত করা হয়েছে। তিনি বলেন, ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার আগে থেকেই এ কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
Discussion about this post