সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জেবা আক্তার (২১) নামে এক প্রাবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ২টার দিকে স্বামীর ঘরের আড়ার সাথে ঝুলন্ত তার লাশ উদ্ধার করা হয়। নিহত জেবা উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের খসরু মোল্যার মেয়ে ও একই গ্রামের প্রবাসী কামরুল ইসলামের স্ত্রী। নিহতের বাবার বাড়ির লোকজনের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে শ্বশুর বাড়ির লোকজন। তবে শ্বশুরবাড়ির লোকজনের দাবি, সে আত্মহত্যা করেছে। কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে, তার সঠিক উত্তর দিতে পারেনি কেউ। নিহত জেবার চাচা তানভির মোল্যা বলেন, খবর পেয়ে আমরা এসে দেখি ঘরের আড়ার সাথে আমার ভাতিজা জেবার লাশ ঝুলে আছে। লাশের সিমটম দেখে পরিষ্কারভাবে বুঝা গেছে শ্বশুরবাড়ির লোকজন হত্যার করে ঝুলিয়ে রেখেছে। আমরা এ ঘটনায় হত্যা মামলা করব। তবে নিহত জেবার ভাসুর শাহআলম মণ্ডল বলেন, আমার ছোট ভাইয়ের স্ত্রী জেবা গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে। কি কারণে মারা গেছে- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি জানি না। তার সাথে কারো ঝগড়া হয়নি। লাশ উদ্ধারকারী কর্মকর্তা সালথা থানার এসআই আওলাদ হোসেন বলেন, গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post