সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি: জামালপুরে সরিষাবাড়ী উপজেলায় বাবা-ছেলের মারামারি ঠেকাতে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম মেহেরুন্নেসা (৫০) । শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। মেহেরুন্নেসা ওই এলাকার রইস উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, প্রতিবেশী ফরহাদ আলীর ছেলে জিহাদ মিয়া কিছুদিন আগে হাফিজিয়া মাদরাসা থেকে কোরআনের হাফেজ হয়ে বের হন। পরে বাবার কাছে একটি মোবাইল ফোন আবদার করেন। কিন্তু বাবা ফরহাদ মোবাইল কিনে না দেওয়ায় ছেলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। তাদের রোধ করতে গিয়েই ইটের ঢিল এসে মেহেরুন্নেসার বুকে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পরই মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Discussion about this post