সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় সাজ্জাদ আলী সরদার (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ আলী সরদার তালা উপজেলার পাটকেলঘাটার আমানউল্লাহপুর গ্রামের মো. সেরমত আলী সরদারের ছেলে। স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী (খুলনা-জ, ০৫-০০২২) একটি বাস তালা উপজেলার শাহাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়ির সাতজন যাত্রী আহত ও ঘটনাস্থলে একজন প্রাণ হারান। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সাতজন আহত হয়েছেন, তাদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Discussion about this post