কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ঢাকাগামী একটি বাসে অটোরিকশাকে ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড বেলতলীর তামজিদ সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমরান হোসেন (৩০)। আহত দুজনের মধ্যে একজনের নাম রমজান আলি আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সবাইকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, ইকোনো বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দিলে দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। ময়নামতি হাইওয়ে পুলিশের ওসি অকুল চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, অটোরিকশাটি রং সাইড দিয়েই আসছিল। ঢাকাগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
Discussion about this post