শেরপুর প্রতিনিধি: শেরপুরে বাসচাপায় মজনু (৬২) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে এ ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের মধ্যে জোবেদা নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক। তার বাড়ি জামালপুরের দিগপাইত গ্রামে। স্থানীয়রা জানায়, বিকালে ঢাকা থেকে আগত যমুনা পরিবহন নামে একটি বাস শহরের খোয়ারপাড় শাপলা চত্বর হয়ে বকশিগঞ্জ যাওয়ার পথে ব্যাটারিচালিত দুইটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশা চালক মজনু ঘটনাস্থলেই মারা যায়। সেই সাথে ওই দুই অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ওসি বসির আহমেদ বাদল জানান, বাসের চালক কৌশলে পালিয়ে গেলেও বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
Discussion about this post