আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। চীনা সংবাদমাধ্যম জানায়, গত সপ্তাহে স্থানীয় সময় রাত ১টায় ভূপৃষ্ঠের ১০ কিলোমিটর গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ভূমিকম্পে সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ‘পাহাড়ের ভূমিধসের কারণে আবাসনের গুরুতর ক্ষতি হয়েছে’। পাশাপাশি কয়েকটি এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। ইউএসজিএস জানিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, ৫ বছরের মধ্যে প্রদেশটিতে হওয়া সবচেয়ে শক্তিশালী এ ভূমিকম্পে গানসি নামে পরিচিত এলাকায় ৫৫ জন ও ইয়ান শহরে ৩৮ জনের মৃত্যু হয়েছ। দক্ষিণ-পশ্চিম চীনে ভূমিকম্প প্রায় স্বাভাবিক ঘটনাই বলা চলে। এই অঞ্চলগুলোতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানতে দেখা যায়। সিচুয়ানের ওয়েনচুয়ান কাউন্টিতে ২০০৮ সালে ৮ মাত্রার ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল এবং প্রচুর ক্ষতি হয়েছিল। চলতি বছরের জুন মাসে দক্ষিণ-পশ্চিম চীনে দুটি ভূমিকম্পে অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
Discussion about this post