ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০৪১ সালের মধ্যে আমরা আলোকিত বাংলাদেশের লক্ষ্যে পৌঁছবো। নারীদের সহযোগিতা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না। প্রধানমন্ত্রী নারীবান্ধব, নারীদের এগিয়ে যেতে কাজ করে যাচ্ছেন। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছিলেন। এখানে আমরা সবাই বাঙালি, সেই চেতনা ধারণ করেই আমরা এগিয়ে চলছি। তবে দু-এক জায়গায় অসঙ্গতি যে হয়নি তা বলবো না। সংখ্যালঘু বলে কিছু নাই, আমরা সবাই বাঙালি; সবাই মিলেই আমরা এগিয়ে যাব। তিনি আরও বলেন, আপনারা কেন সংখ্যালঘুর কথা বলেন আমার জানা নেই। এখানে আমরা সবাই একসঙ্গে চলি। তাই সংখ্যালঘু বলবেন না। যদি এটি বলতেই থাকেন তাহলে আমরা ব্যথিত হই। সংখ্যালঘু-সংখ্যাগুরু আমি বুঝি না, আমি বুঝি সবাই বাঙালি। সবাই মিলে আমরা এগিয়ে যাবো। ৩০ লাখ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ। কিন্তু এখানে হিন্দু-বৌদ্ধ, খ্রিষ্টান না মুসলিমের রক্ত আমরা নির্দিষ্ট করে বলতে পারবো না। কামাল বলেন, গুমের কথা বলে হাজার হাজার, তখন আমি বললাম লিস্ট দেন। এরপর মানবাধিকার সংস্থা থেকে লিস্ট আসলো ৭৬ জনের। পরে দেখা গেল এরমধ্যে ১০ জন বিএনপির অ্যাক্টিভিস্ট, যারা বিভিন্নস্থানে অবস্থান করছেন। এরমধ্যে ৩৫ জনকে আমরা নিজেরাই খুঁজছি, যারা জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত, আবার একজনকে দেখা গেল জেলে রয়েছেন। আরেকবার শুনলাম ৬০০ জন গুম, তাই আপনার যে ভূমি দখলের কথা বলছেন আমি এর ডিটেইল চাই। আপনারা কয়েকটি আইনের কথা বলেছেন। সেখানে কোনো অসঙ্গতি যদি থাকে, আপনারা কথা বলেন, নিশ্চয়ই সমাধান হবে। বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুবর্ণা মুস্তফা, মিডিয়া ব্যক্তিত্ব মুন্নী সাহা প্রমুখ।
Discussion about this post