কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা মাদক মামলাসহ ওয়ারেন্টভুক্ত আসামি। অভিযানে তাদের কাছ থেকে দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিআর মামলার ওয়ারেন্টে ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সদর থানায় পাঁচজন আসামি ও উলিপুর থানায় একজন। এছাড়া সিআর ওয়ারেন্ট মূলে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। সদর থানায় একজন, রাজারহাট থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন। এছাড়া নিয়মিত মামলায় নয়জন ও আগের মামলায় চারজন, ১৫১ ধারায় তিনজনসহ গত ২৪ ঘন্টায় মোট ২৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরো জানায়, মাদকবিরোধী অভিযানে সদর থানায় ২ কেজি গাঁজা, ফুলবাড়ী থানায় ৬৮ বোতল স্ক্যাফ সিরাপসহ ১ বোতল করে দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়। কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে মাদক ও ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post