রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তৌহিদুল ইসলাম (১৭) নামে মাইক্রোবাসের হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো চার জন আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কাপ্তাই সড়ক ঘাটচেক চৌ-রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম রাঙামাটি জেলার রফিকুল ইসলামের ছেলে। তৌহিদ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ রাজানগর ২নং ওয়ার্ড খন্ডলিয়াপাড়ায় নানার বাড়িতে থাকতেন। আহতরা হলে, দক্ষিণ রাজানগর ৮নং ওয়ার্ডের ধামাইরহাট এলাকার আজিজুল হাকিম ত্বকি (১৯)। আহত বাকি তিনজনের পরিচয় তাৎক্ষনিক জানা যায় নি। তারা হলেন, মুরাদ বিন ইউনুছ (১৯), আশরাফুল করিম মিনহাজ(১৮), জকি (১১)। আহতদের প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজিজুল হাকিম ত্বকি জানান, তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল ভোর চারটায়। শাহ আমানত বিমান বন্দরের উদ্দেশ্যে সাড়ে বারোটায় বের হয়ে ঘাটচেক পৌঁছালে চট্টগ্রাম দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিলকী বলেন, রাত ১টা ১৫ মিনিটের দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নেওয়ার আগে তৌহিদুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। আরো ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
Discussion about this post