বিনোদন ডেস্ক: এবার নয়া সাজে সবার নজর কেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তাপ ছড়ালেন অভিনেত্রী শ্রীলেখা। আর এ রকমই এক ভিডিও ভাইরাল হয়েছে এই অভিনেত্রীর। উন্মুক্ত পিঠে মেহেন্দির কাজের সেই এক্লক্লুসিভ ভিডিও তে দেখা যায়, খোঁপা বাঁধা চুল, উন্মুক্ত পিঠ! রূপটান শিল্পীর মেহেন্দির কোনে সেই পিঠস্থানে ফুটে উঠছে মেহেদীর চিত্র। যেন সাহসী কোনো চরিত্র। পুজোর আগে পিঠখোলা মেহেদী দিয়ে ব্লাউজের সাজে নিজেকে সাজিয়ে নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শুধু তাই নয়, ঘুরে বেড়ালেন রবীন্দ্র সরোবর পার্কে। এর আগে গত ৩০ আগস্ট এই অভিনেত্রী তার আসল বয়স প্রকাশ করেছেন। লাইভে এসে শ্রীলেখা বলেন, ‘আমার জন্ম ১৯৭২-এর ৩০শে অগস্ট। আমি পঞ্চাশে পা দিলাম। এজ শেমিং করতে চাও করো, আমার কিছু যায় আসে না। আমার বাবা-মা তোমারদের বাবা-মার আগে বিয়ে করেছে। তাই বয়স নিয়ে আমার কোনো চাপ নেই।’
Discussion about this post