শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর পানিতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ রেলওয়ে ব্রিজের পিলারে আটকা পড়ে থাকতে দেখা গেছে। ধারণা, কেউ তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজরাতুন নাঈমকে জানান। ইউএনও তাৎক্ষণিক বিষয়টি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. আবুল খায়ের চৌধুরীকে অবগত করেন। স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পাওয়ার পর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাদশা আলম মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাদশা আলম বলেন, মরদেহ উদ্ধারের জন্য যাচ্ছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।
Discussion about this post