কোম্পানীগঞ্জ(নোয়াখালী) প্রতিনিধি: প্রবাসীর সঙ্গে মোবাইলে প্রেম। পরে দেশে এসে বিয়ের কথা বলে প্রেমিকাকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে আশিকুর রহমান নামে ওই প্রবাসীসহ চার জনের বিরুদ্ধে রবিবার মামলা করেছেন ওই তরুণী। এ ঘটনায় বুধবার দুপুরে আশিকুরের মা নেছা লাভলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রেমিক আশিকুর রহমান উপজেলার চরফকিরা ইউনিয়নের বাসিন্দা। মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মালয়েশিয়া প্রবাসী আশিকের মোবাইলে পরিচয় থেকে প্রেম হয়। গত ১৮ আগস্ট আশিক দেশে এসে বিয়ের কথা বলে ভুক্তভোগী তরুণীকে ধর্ষণ করেন। পরবর্তীতে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদেকুর রহমান বলেন, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চার জনের নামে মামলা করেছেন ওই তরুণী। পরে এই মামলায় আশিকুরের মা নেছা লাভলীকে গ্রেপ্তার করা হয়েছে।
Discussion about this post