ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ১৪ দলের সমন্বয়ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও নলছিটি ঝালকাঠির ২ আসনের এম,পি আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক দুই মাসের মধ্যে এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব ইনশাল্লাহ। তিনি বলেন, বিএনপি গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। তিনি আরও বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বড় বড় দেশ গুলোতে যখন আর্থিক সংকট চলছে, পণ্য দ্রব্যের দাম বাড়ছে। বাংলাদেশেও তার কিছুটা প্রভাব পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এক দুই মাসের মধ্যে এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারব ইনশাল্লাহ।আমু আরো বলেন বিএনপি বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় আন্দোলন করে ব্যর্থ হয়েছে। বুধবার সকালে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন সভপাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সদস্য ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট জি,কে মোস্তাফিজুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি অনীক রহমান সরদার প্রমুখ।
Discussion about this post