স্টাফ রিপোর্টার: মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৬৭ জনকে আটক করা হয়েছে। রবিবার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ। আটককৃতদের কাছ থেকে প্রায় চার হাজার পিস ইয়াবা, ১৭৫ কেজি গাঁজা, হেরোইন, ২৩০টি নেশাজাতীয় ইনজেকশন, ২৮ বোতল বিদেশি মদ ও ২৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। ডিএমপি সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়েছে।
Discussion about this post