আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমে ইসরায়েলি নাগরিকদের বহনকারী একটি বাসে বন্দুক হামলায় অন্তত আটজন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১৪ আগস্ট) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রবিবার সকালে বাসে বন্দুক হামলার ঘটনা ঘটে। ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, আহতদের মধ্যে ৩৫ বছর বয়স্ক একজন গর্ভবর্তী নারীও রয়েছেন। ঘটনাস্থলের আশেপাশে তদন্ত কার্যক্রম শুরু করেছে ইসরায়েলি পুলিশ। ঘটনায় সন্দেহের অভিযোগে আশেপাশের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। সেখান থেকে দুই নারীসহ চারজনকে ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে।
Discussion about this post