বিজ্ঞান ও প্রযুক্তি: আপনি বাড়িতে না থাকলেও নিয়ন্ত্রণ করতে পারবেন এ রোবট। রোবটটি দেখাশোনা করবে বাড়ির মানুষের, নিরাপত্তা ব্যবস্থার এমনকি প্রিয় পোষা প্রাণীরও। ব্যতিক্রম বা ঝুঁকিপূর্ণ কিছু দেখলে এ রোবটই আপনাকে খবর পৌঁছে দেবে এবং নেবে জরুরি ব্যবস্থা।বলা হচ্ছে, বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজনের রোবট অ্যাস্ট্রোর কথা। অ্যালেক্সা স্মার্ট হোম টেকনোলজি এই রোবট তৈরি করেছে এমনভাবে যেন এটি বাসায় বয়স্ক মানুষ থাকলে তাদের দেখাশোনা করবে। কেউ না থাকলেও যেন বাড়ি পাহারা দিয়ে রাখতে পারে। নতুন এ রোবট মালিককে নিজের বাসা সম্পর্কে সব তথ্য দেবে।হুইলসের চেয়েও বেশি কার্যকর এই রোবট। নতুন কিছু বৈশিষ্ট্য অ্যাস্ট্রোর মধ্যে সংযোজন করা হয়েছে, যা অ্যাস্ট্রোকে অন্য রোবটের থেকে আলাদা করেছে। তবে এই রোবটের কিছু সীমাবদ্ধতা আছে। সব স্থানে যেতে পারবে না অ্যাস্ট্রো। এই রোবটে ক্যামেরা আর মাইক্রোফোন বন্ধ করে দেওয়ার জন্য ফিচার বাটন আছে। এই বাটনগুলো বন্ধ থাকলে অ্যাস্ট্রোর চলাফেরা করার ক্ষমতা থাকে না। ছোট্ট এই রোবটের মাথার ওপরে একটি পেরিস্কোপ ক্যামেরা আছে। আছে বড় একটি ডিসপ্লে।এই রোবট ভিডিও কল রিসিভ করতে পারবে। অ্যালেক্সা অন হুইলসের সব ফিচারই আছে এ রোবটের মধ্যে। এক সেকেন্ডে এক মিটার যাবে এই রোবট। গৃহস্থালি কাজে আসবে, এমন প্রথম রোবট এটি। এই রোবটের ডিসপ্লে ১৫ ইঞ্চি। এই ডিসপ্লে কখনো প্রিমো ভিডিওসহ টিভির কাজ করবে, কখনো নেটফ্লিক্স দেখা যাবে, কখনো ভিডিও কলে কথা বলা যাবে।যদি ঘরে ফ্রিজ খোলা থাকে বা ওয়াশিং মেশিনের কাজ শেষ হয়ে যায়, অ্যাস্ট্রো সেটা আপনাকে অ্যালার্মের মাধ্যমে জানাবে।প্রযুক্তি আর খুচরা বিক্রেতা এই জায়ান্ট প্রতিষ্ঠান জানায়, বাড়ির বয়স্কদের সাহায্য করতে এই রোবট সবচেয়ে কাজের ভূমিকা রাখবে। এই রোবটের দাম ধরা হয়েছে ৯৯৯ ডলার। আমাজনের একটি বড় ধরনের পদক্ষেপ এ অ্যাস্ট্রো রোবট। অন্যান্য প্রতিযোগী প্রতিষ্ঠানের মতো আমাজনও বাজারে নতুন ধরনের পণ্য আনতে চায় আর দেখতে চায় মানুষের প্রতিক্রিয়া। সায়েন্স ফিকশন পণ্য বাজারজাত করে গ্রাহক আর বিনিয়োগকারীদের নজরে থাকতে চায় প্রতিষ্ঠানটি। চলতি বছরের শেষেই এই রোবটের শিপমেন্ট শুরু হবে। কিন্তু শুধু যুক্তরাষ্ট্রে। প্রাথমিক পর্যায়ে শিপমেন্ট আর যুক্তরাষ্ট্রে বিক্রির পর এই রোবটের দাম বেড়ে হবে ১ হাজার ৪৪৯ ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে আসার সঙ্গে সঙ্গেই মানুষ হুমড়ি খেয়ে পড়বে আর এই রোবট স্টক আউট হয়ে যাবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। রোবটের বাজারে অনুপ্রবেশ করতে চায় আমাজন। আগামী ৫ থেকে ১০ বছরে যেন মার্কিন প্রত্যেক পরিবারে একটি করে আমাজনের রোবট থাকে, এই লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নেমেছে আমাজন। ছোট্ট এই রোবটটি যেন প্রতিটা মার্কিন পরিবারের সদস্য হয়, সে লক্ষ্যে কাজ করছে রিটেইল জায়ান্টটি। যদিও রোবটের মাথার ওপরের পেরিস্কোপটা বেশ ক্রিপি। মানুষের কাজ করবে, পিপার নামে এমন আরেকটি রোবট তৈরি হয়েছিলো। কিন্তু বাজার ধরতে ব্যর্থ হয়েছিল। তবে এই রোবটের দাম অনেক বেশি হওয়ায় অনেক মার্কিনির ক্রয়ক্ষমতার বাইরেই থাকবে এই রোবট। রোবট তৈরি করা বেশ জটিল।কিন্তু রোবটের বাজার যদি একবার ধরা যায়, এই বাজার দখল করা বেশ সহজ বলেই মনে করে আমাজন।
Discussion about this post