ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির স্টিমার ঘাট এলাকার সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম। এর আগে রাত ১০টায় সুগন্ধা নদীর স্টিমার ঘাটের পাশে লিসান ও মানিক নামের দুই জেলে প্রথম লাশটি দেখতে পান। মানিক বলেন, ‘রকেট ঘাটের পাশে মাছ ধরার (ঝাউ) ফাঁদের কাছে বিদ্ঘুটে গন্ধ পাই। তারপর টর্স লাইট জ্বালিয়ে একটি গলিত লাশ দেখতে পাই। স্থানীয় প্রত্যাক্ষদর্শী মো. নুরুজ্জামান বলেন, ‘লাশ পাওয়া গেছে এই খবর আমরা থানা পুলিশকে জানাই। পুলিশ এসে লাশ নদী থেকে তুলে থানায় নিয়ে গেছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক গলিত লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর পরিচয় খুঁজে বের করার চেষ্টা চলছে। তবে লাশটি ১৫ দিনের অধিক সময় পানিতে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর পরনে একটি লুঙ্গি আছে বলে ধারণা করা হচ্ছে এটি কোনো পুরুষের লাশ’।
Discussion about this post