আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বোমা হামলায় ৪৪ জন ফিলিস্তিনি নিহতের পর অস্ত্রবিরতি ইসরায়েল। রবিবার (৭ আগস্ট) মিশরের মধ্যস্থতায় ইসরায়েল ও গাজার সশস্ত্র ফিলিস্তিনি উগ্রপন্থীদের মধ্যে অস্ত্রবিরতি করা হয়। যা এখনও কার্যকর রয়েছে। ইসরায়েল দাবি, তাদের হামলায় তারা ইসলামিক জিহাদ গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বকে নির্মূল করতে সমর্থ হয়েছে। অপরদিকে ফিলিস্তিনিদের দাবি,শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বোমা হামলায় নিহত ৪৪ জনের বেশিরভাগই সাধারণ মানুষ। যাদের মধ্যে রয়েছে ১৫ জন শিশু রয়েছে। এদিকে, নিহত ফিলিস্তিনিদের জানাজা থেকে দেওয়া হচ্ছে প্রতিশোধের স্লোগান।
Discussion about this post