স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের মধ্যে তিনজন মারা গেছে। এর মধ্যে শনিবার রাতে দুই জন এবং রবিবার ভোরে একজন মারা যান। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- আলমগীর হোসেন আলম (২৩), নূর হোসেন (৬০), গাজী মাজহারুল ইসলাম (৪৭)। ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার রাত ১১টার দিকে আলমগীর হোসেন আলম (২৩) এবং রাত ২টার দিকে নূর হোসেনের (৬০) মৃত্যু হয়। এর পর রবিবার ভোরে মারা যান গাজী মাজহারুল ইসলাম (৪৭)। তিনজনের মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে জানান পরিদর্শক বাচ্চু মিয়া। মৃত তিনজনের মধ্যে নুর হোসেনের শরীরে ৯৫ শতাংশ, আলমের ৭০ শতাংশ এবং মাজহারুলের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল। এদিকে দগ্ধ সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক আইউব হোসেন। তাদের মধ্যে একজনের সর্বোচ্চ ৯৫ শতাংশ পুড়েছে। শনিবার উত্তরার কামারপাড়ার রাজাবাড়ি এলাকায় একটি রিকশার গ্যারেজ সংলগ্ন ভাঙারি দোকানে অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হয়েছিলেন। তিনজনের মৃত্যুর পর আরও পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- রিকশাচালক মিজান (৩৫), শাহীন (২৫), শফিকুল (২৫), আলামিন (৩৫), মাসুম (৩৮)। শফিকুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, একই ছাউনির নিচে রিক্সার গ্যারেজ ও ভাঙারি দোকান। সেই দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল ছিল, যা থেকে কোনো কারণে আগুনের স্পর্শ লেগে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে।
Discussion about this post