আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সিয়াটলে স্থানীয় সময় ভোরবেলা বন্দুক হামলার ঘটনা ঘটে। ঘটনায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছে বলে রেন্টন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে। খবর সিএনএনের। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১টার ঠিক আগে রেন্টন শহরের কেন্দ্রস্থলে গুলি চালানোর অভিযোগে পুলিশের ৯১১ নম্বরে বেশ কয়েকটি ফোন কল আসে। বাসিন্দারা পুলিশকে বলেছে, তারা কারো ঝগড়ার শব্দ শুনেছে এবং পরে প্রচুর সংখ্যক গুলির শব্দ হয়েছে। অভিযোগ পেয়ে পৌঁছানোর পর অফিসাররা একজন গুরুতর আহত ব্যক্তিসহ বন্দুকের গুলিতে আহত একাধিক ব্যক্তিকে শনাক্ত করেন। সেখানে ৩২ বছর বয়সী এক টাকোমা ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিবৃতিতে বলা হয়েছে, অন্য ছয়জন বন্দুকের গুলিতে বিভিন্ন তীব্রতার আঘাত পেয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছুই জানতে পারেনি রেন্টন পুলিশ। ফলে তারা কাউকে গ্রেপ্তার করেনি। ১ লাখ ৬ হাজার বাসিন্দার শহর রেন্টন সিয়াটল থেকে ১২ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত।
Discussion about this post