ডেস্ক রিপোর্ট: পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন, শিরিনা আক্তার (৬০) ও মো. রফিকুল ইসলাম (৫২)। এ নিয়ে এবার মোট ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে রয়েছে পাঁচজন নারী ও ১০ জন পুরুষ। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য জানানো হয়। সদ্য মারা যাওয়া হজযাত্রী শিরিনা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৮৫২৮৩৯। তিনি ৭ জুলাই মারা যান। এছাড়া রফিকুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএফ ০৪২০০৪০। তিনি ৩ জুলাই মারা যান। এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ৮ জুলাই (৯ জিলহজ মোতাবেক) হজ পালন হয়। এ বছর সৌদি আরবে হজ করতে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ জন বাংলাদেশি। বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছে ১৪৭টি ফ্লাইট। এর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৬৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ১৪টি ফ্লাইট।
Discussion about this post