ঢাকা: পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঢাকা ছেড়েছে বিপুলসংখ্যক মানুষ। তাদের সঙ্গে গেছে মোবাইল ফোনও। ঈদের আগের দুই দিন- শুক্র ও শনিবার ৬৫ লাখ ৭৮ হাজার ৮৬৬টি সিম ঢাকার বাইরে গেছে। আজ সোমবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ তথ্য জানান। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এ দুই দিন ঢাকার বাইরে গেছে গ্রামীণফোনের ৩৪ লাখ ৪৮ হাজার ১২টি সিম, রবির ১৫ লাখ ৪৫ হাজার ১০৯টি, বাংলালিংকের ১৪ লাখ ১৭ হাজার ১১৪টি এবং টেলিটকের এক লাখ ৬৮ হাজার ৬৩১টি সিম। এর আগে শনিবার এক পোস্টে মন্ত্রী জানান, গত শুক্রবার এক দিনে ৩৫ লাখ ৩০ হাজার ৭৩২টি সিম ঢাকার বাইরে গেছে। এসব তথ্য মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া বলে জানান মন্ত্রী। সিমের সংখ্যা থেকে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। কেননা একজন ব্যক্তি একাধিক সিম ব্যবহার করতে পারেন। আবার একজন ব্যক্তির সঙ্গে তার পরিবারের সদস্যরা আছেন, যাদের মোবাইল ফোন নেই। বিটিআরসির তথ্যমতে, দেশে মোবাইল ফোনের গ্রাহক ১৭ কোটি এক লাখ ৩৭ হাজার জন। এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৯০ লাখ ৩৭ হাজার, রবির ৫ কোটি ৯ লাখ ১ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৫২৩ লাখ ৭২ হাজার এবং টেলিটকের ৪৯ লাখ ২৭ হাজার।
Discussion about this post