ঈশ্বরদী প্রতিনিধি: ‘বিদায় পৃথিবী, বিদায় বাবা-মা। তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আর দিতে চাই না।’ কথাগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। ৯ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী পৌরসভার পূর্ব নূরমহল্লা (বস্তিপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফাত (২৩) নীলফামারী জেলার চাপড়া ইউনিয়নের বড়ই গ্রামের মো: সিদ্দিকুল ইসলামের ছেলে। রিফাত ঈশ্বরদী নূর মহল্লার কোহিনূর বেকারির নিয়মিত শ্রমিক। রিফাতের সহকর্মী আশরাফুল বলেন, ‘গতকাল সন্ধ্যায় আমার সঙ্গে তার কথা হয়েছিল। সে বলতে ছিল বাড়িতে টাকার জন্য রাগারাগি করছে। বাড়িতে টাকা পাঠাতে হবে।’ সহকর্মী শাকিল বলেন, ‘আমি আর রিফাত এক সঙ্গেই রাতে ঘুমাই। গতকাল রাত ১টার দিকে রিফাত নিচে নেমে আসে এবং টিভি চালু করলে আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে বাহির থেকে মিলনের ডাকে ঘুম ভাঙে। এ সময় দরজা খুলতে এসে দেখি রিফাতের মৃতদেহ কারখানার ডাবের সঙ্গে ঝুলছে। এদিকে, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রউফ এবং ঈশ্বরদী থানার তদন্ত কর্মকতা হাসান বাসির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে প্রেরণ করেছেন।
Discussion about this post