আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উপকূলীয় এলাকায় চীনের কথিত গুপ্তচর বেলুন গুলি করে ভূপাতিত করার জন্য কোনো ক্ষমা চাইবে না যুক্তরাষ্ট্র। ওই বেলুনগুলো নজরদারির জন্য ব্যবহার করা হয়েছিল বলে আবারো জোর দিয়ে বললেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের আকাশে কীভাবে চীনের বেলুন আসলো, কি উদ্দেশ্য ছিলো এবং সেসব ভূপাতিত করার বিষয় নিয়ে শিগগির চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলবেন বলে জানান বাইডেন। বৃহষ্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমরা ঘটনার গভীরে যেতে পারবো। এত বিশাল আকারের বেলুনটি নিশ্চয় কারুশিল্প নয়, ওগুলো দিয়ে নজরদারি করা হচ্ছিল। হোয়াইট হাউজের সিদ্ধান্তকে সঠিক দাবি করে তিনি বলেন, বেলুনটি আটলান্টিকের সীমানায় ৪০ হাজার ফুট উপর দিয়ে যুক্তরাষ্ট্রের ভিতরে আসছিল। ফাইটার জেট দিয়ে সেটা উড়িয়ে দেয়া হয়েছে। আসলে এটি গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত হয়েছিল। যদিও বেলুনটিকে নজরদারির জন্য ব্যবহার করার কথা অস্বীকার করে আসছে চীন। এটি আবহাওয়ার তথ্য সংগ্রহ করার জন্য উড়ানো হয়েছে জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিনকেন পুর্ব নির্ধারিত চীন সফর বাতিল করেন। হোয়াইট হাউজের বক্তব্যে জো বাইডেন বলেন, চীনের সঙ্গে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র এ বিষয়ে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে। এ বিষয়টি নিয়ে আমরা একটি নতুন কোনো ঠাণ্ডা যুদ্ধ খুঁজছি না। আবারো একই ধরনের পদক্ষেপ নেয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, যদি কোনো বস্তু আমেরিকান জনগণের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে তবে আমি তা ধ্বংস করব।
Discussion about this post