আন্তর্জাতিক ডেস্ক:: মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ৯ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে কুয়ালালামপুর সিটি করপোরেশনের (ডিবিকেএল) এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। বৈধ ব্যবসায়িক সনদ না থাকায় প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়। কুয়ালালামপুর সিটি করপোরেশনের (ডিবিকেএল) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল থেকে শুরু হওয়া এ অভিযান চলে রাত ৯টা পর্যন্ত। এ সময় রাজধানী কুয়ালালামপুরের বারজায়া টাইমস স্কয়ার, জালান ইম্বি এবং বুকিত বিনতাংয়ে অভিযান চালিয়ে অন্তত ৯ বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।
Discussion about this post