ঢাকা: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে নিজেকে জঙ্গি দাবি করে আত্মসমর্পন করতে চাওয়া এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণের নাম জানায়নি পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে এক যুবক ফোন করে নিজেকে জামাতুল আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়ার সদস্য দাবি করেন। ‘তিনি জঙ্গিবাদ থেকে ফিরে আসতে চান। ওই যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করতে ভয় পাচ্ছিলেন জানিয়ে ৯৯৯–এ ফোন করেছেন বলে জানান।’ আনোয়ার সাত্তার বলেন, ‘বিষয়টি দ্রুত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে ওই যুবককে উদ্ধারে মাঠে নামে উত্তরা পুলিশ।’ জানা গেছে, উত্তরখান থানা পুলিশের একটি দল কোটবাড়ি আটিপাড়া এলাকা থেকে ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post