আন্তর্জাতিক ডেস্ক: ৮ জন আরোহী নিয়ে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে জাপানের একটি দ্বীপে। জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে সিভি-২২ অস্প্রে নামের একটি মার্কিন সামরিক বিমান উড্ডয়নের পর ইয়াকুশিমা দ্বীপে বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসির। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই সামরিক বিমানের ধ্বংসাবশেষ সম্ভবত ইয়াকুশিমা দ্বীপে পাওয়া গেছে। আরও পড়ুন : বরিশালের ছয়টি আসনে ১০ স্বতন্ত্র প্রার্থীর ফরম সংগ্রহ জাপানের প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সামরিক বিমানটি ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। কিন্তু বিমানটির বাম পাশের ইঞ্জিনে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, টোকিওর ইয়োকোটা বিমান ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাডেনা বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল সামরিক বিমানটি। এর আগে গত আগস্টে আরও একটি অস্প্রে সামরিক বিমান অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটি রুটিনমাফিক প্রশিক্ষণে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হলে তিন মার্কিন কর্মকর্তা নিহত হন। দুর্ঘটনার সময় বিমানটিতে ২৩ জন আরোহী ছিলেন।
Discussion about this post