ঢাকা: মার্কিন পর্যবেক্ষক সংস্থা আইআরআই-এর এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বেশির ভাগ মানুষ ড. মুহাম্মদ ইউনূস সরকারের কার্যক্রমে সন্তুষ্ট। ৮০ ভাগ মানুষ সুষ্ঠু নির্বাচনে আশাবাদী এবং তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পরিচালিত জরিপে অংশ নেওয়া বাংলাদেশের দুই-তৃতীয়াংশেরও বেশি (৬৯ শতাংশ) উত্তরদাতা মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভালো কাজ করছেন।জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষ সরকারের কার্যক্রমের প্রশংসা করেছেন।তারা খোলাসা করেই বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ ড. ইউনূসের নেতৃত্বে অগ্রগতি দেখতে পাচ্ছেন।জরিপের বরাতে আইআরআই-এর এশিয়া-প্যাসিফিকের সিনিয়র ডিরেক্টর জোহানা কাও বলেন, ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের আস্থা অপরিবর্তিত রয়েছে।জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ মানুষ আশাবাদী যে, আগামী নির্বাচনটি অবাধ এবং সুষ্ঠু হবে।























































Discussion about this post