চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি: চন্দনাইশে ৮০০ পিস ইয়াবাসহ মো. বাবুল (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ আগস্ট) ভোর ৫টার দিকে চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এস.আই) মো. নুরুল ইসলামের নেতৃত্বে তাকে আটক করা হয়। এসআই মো. নুরুল ইসলাম জানান, ইয়াবা বহনের খবর পেয়ে মঙ্গলবার ভোরে চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যানকে সংকেত দেয় পুলিশ। এ সময় মো. বাবুল ওরফে বাবুল পিকআপ থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। তাকে তল্লাশি করে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলেন, মো. বাবুল ওরফে বাবলু কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের পূর্ব পাড়া মৌলভীবাজার এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Discussion about this post