চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৭ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৭ কেজি ১৩০ গ্রাম হেরোইনসহ শফিকুল ইসলাম লাদেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ও বিজিবি। বুধবার (১২ এপ্রিল) রাত জেলার সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার আলাতুলি ইউনিয়নের কোদালকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এসব তথ্য জানান। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে উল্লেখ করে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, চলতি বছরে র্যাব-৫ এর সবচেয়ে বড় সাফল্য এটি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামসহ র্যাব ও বিজিবির বিভিন্ন স্তরের সদস্যরা।
Discussion about this post