সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার করোনার টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাকেন্দ্রে এই ঘটনা ঘটে। ওই বৃদ্ধার নাম খুদেজা খাতুন। তিনি উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের নোয়ানগর গ্রামের খেলু মিয়ার স্ত্রী। খুদেজা খাতুন জানান, করোনার টিকা নিতে তিনি তার স্বামীর সঙ্গে বেলা ১১টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন। পরে দুপুরে তাকে এক ডোজ টিকা দেওয়া হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা এবং টিকা নেওয়ার পর তার শরীর দুর্বল লাগছিল বলে পাশেই একটি চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় ঠিকাদান কেন্দ্রের দায়িত্বরত নার্স এসে তাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই আরেকটি টিকা পুশ করেন। পরে তিনি বিষয়টি স্বামী খেলু মিয়াকে জানান। খেলু মিয়া ভ্যাকসিন প্রদানকারী নার্স মরিয়ম বেগমের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন- ‘কিছু হবে না, বাড়ি চলে যান’। এ বিষয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (ভ্যাকসিন প্রদানকারী) মরিয়ম বেগম জানান, টিকাদান কেন্দ্রে ভিড়ের মধ্যে এ ঘটনাটি ঘটেছে। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সৈয়দ আবু আহাম্মদ শাফি জানান, একই ব্যক্তিকে একদিনে দুইবার ভ্যাকসিন দেওয়ার নিয়ম নেই। এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
Discussion about this post