আন্তর্জাতিক ডেস্ক: দক্ষি-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার পাপুয়া নিউ গিনির কান্দ্রিয়ান অঞ্চলে শক্তিশালী ভূমকম্পনটি আঘাত হানে। উৎপত্তিস্থলে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮ দশমিক ২ কিলোমিটার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে এবং জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি জানিয়েছে, একই দিনে জাপানে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ২৭ মিনিটে হোক্কাইডোতে প্রদেশে আঘাত হানে ভূমিকম্পটি।
Discussion about this post