আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার রাতে এ ভূকম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, বুধবার রাত ২টার পরে ফিলিপাইনের মধ্যাঞ্চলের মাসবেত প্রদেশে ভূকম্পন অনুভূত হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ১। সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাসবেত প্রদেশের মিয়াগা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে ৭ মাইল গভীরে। ভূমিকম্পের সময় আলবানার মতো অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। মাসবেত প্রদেশের পুলিশপ্রধান রলি আলবানা বলেন, ‘এটা বেশ শক্তিশালী ভূমিকম্প ছিল।’ তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো।
Discussion about this post