ঢাকা: ডিমের বাজারে অস্থিরতা কমাতে আরও ছয় প্রতিষ্ঠানকে ১ কোটি করে ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই অনুমতি দেয়া হয়। এর আগে ৪টি প্রতিষ্ঠানকে ৪ কোটি পিস ডিম আমদানির অনুমতি দেয় মন্ত্রণালয়। গত ১৭ সেপ্টেম্বর মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি এবং অর্নব ট্রেডিং ১ কোটি করে ডিম আমদানির অনুমতি পায়। তবে আমদানি এবং দেশের বাজারে প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে দিলেও বেশি দামেই বিক্রি হচ্ছে ডিম।
Discussion about this post