ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরের বড়বাড়ি এলাকা থেকে ৬টি স্বর্ণের বারসহ রাসেল হোসেন (২৩) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত ৮টার দিকে তাকে আটক করা হয়। রাসেল উপজেলার কানাইডাঙ্গা গ্রামের প্রয়াত রুবেল হোসেনের ছেলে। বিজিবি-৫৮ ব্যাটালিয়ানের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে স্বর্ণ আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল মহেশপুর থানার বড়বাড়ি গ্রামের বহার ইটভাটার উত্তর-পশ্চিম কর্ণারে ইজিবাইক চালকের কাছ থেকে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণের ওজন ৫৯৯ দশমিক ৮৫ গ্রাম যার অনুমানিক মূল্য ৪১ লাখ ৮১ হাজার টাকা। এ সময় একটি মুঠোফোন ও ইজিবাইকটি জব্দ করা হয়। পরে মহেশপুর থানায় মামলা দায়ের করে জব্দ করা মালামাল ও স্বর্ণের বারসহ তাকে সোপর্দ করা হয়।
Discussion about this post