ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে ৫ সিটিতে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার (৪ মে) দুপুর ১২টায় রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয়ের সাংগঠনিক সভা শেষে এ প্রার্থী ঘোষণা করা হয়। জাপার প্রার্থীরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) এম এম নিয়াজউদ্দিন, রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মো. সাইফুল ইসলাম স্বপন, খুলনা সিটি করপোরেশনে (খুসিক) মো. শফিকুল ইসলাম মধু, বরিশালে সিটি করপোরেশনে (বসিক) প্রকৌশলী মো. ইকবাল হোসেন তাপস, সিলেট সিটি করপোরেশনে (সিসিক) প্রার্থী মো. নজরুল ইসলাম বাবুল। এর আগে গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন পাঁচ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী- গাজীপুর সিটি করপোরেশনে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ২১ জুন নির্বাচন হবে।
Discussion about this post