কক্সবাজার প্রতিনিধি: উখিয়ার পালংখালী বাজার থেকে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে র্যাব সদস্যরা। শনিবার সন্ধ্যার পর এই অভিযান চালানো হয়। আটকরা হচ্ছে- পালংখালী পশ্চিম নলবনিয়ার ছেয়দুর রহমানের পুত্র মো: ইয়াসিন ও একই এলাকার মৃত আবুল কাসেমের পুত্র এনামুল হক। র্যার- ১৫ এর সহকারী পুলিশ সুপার (ল’ এন্ড মিডিয়া) সহকারী পরিচালক মো: বিল্লাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পালংখালী বাজারের উত্তর পার্শ্বে কেদারঘোনা ব্রিজ সংলগ্ন এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নেরা চেষ্টাকালে ২ জনকে ধৃত করে র্যাব।
Discussion about this post