আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পরিকল্পনা নিয়ে স্বচ্ছতার জন্য পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশটিকে তাদের সঙ্গে বৈঠকে বসার জন্য অনুরোধ জানিয়েছে ইউক্রেন। সীমান্তে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে এ বৈঠকে একটি ইউরোপীয় নিরাপত্তা গোষ্ঠীর অন্যান্য প্রধান সদস্যদেরও থাকার আহ্বান জানিয়েছে কিয়েভ, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছেন, সেনা সমাবেশের উদ্দেশ্য ব্যাখ্যার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানানো হলেও রাশিয়া তা অগ্রাহ্য করেছে। ‘পরবর্তী পদক্ষেপ’ হিসেবে ৪৮ ঘণ্টার মধ্যে একটি বৈঠকের অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইউক্রেন সীমান্তে লাখো সেনার সমাবেশ সত্ত্বেও দেশটিতে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই বলে দাবি করেছে রাশিয়া। কিন্তু রাশিয়া সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে কিছু পশ্চিমা দেশ সতর্ক করেছে। যুক্তরাষ্ট্র বলেছে, মস্কো ‘যে কোনো সময়’ আকাশপথে বোমা হামলা চালিয়ে আক্রমণ শুরু করতে পারে।
Discussion about this post