বিশেষ প্রতিবেদন:ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ওবাইদুল হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ বিজিবির কাছে হস্তান্তর করল ভারতীয় পুলিশ। নিহতের ১ মাস ১২ দিন পর লাশ ফেরত দিল বিএসএফ। শনিবার (১২ জুলাই) বিকেলে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ এপ্রিল সীমান্তের পার্শ্ববর্তী ভারতের অভ্যন্তরে মধুপুর নামকস্থানে একটি অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ। এরপর লাশটি ওই দেশের থানায় রাখা হয়। পরে মরদেহ ফিরে পেতে বিজিবির কাছে লিখিত আবেদন করে নিহত ওবাইদুল হোসেনের বাবা হানেফ আলী। তার আবেদনের প্রেক্ষিতে মহেশপুর ৫৮ বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। ধারাবাহিক যোগাযোগের ফলে ভারতীয় পুলিশ ও বিএসএফ বাংলাদেশি ওই ব্যক্তির মরদেহ ফেরত দেওয়ার উদ্যোগ নেয়।এরই এক পর্যায়ে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে মেইন সীমান্ত পিলার ৪৭/৪ এর কাছে বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর ও গ্রহণ সম্পন্ন হয়। এ সময় মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মিয়া এবং যাদবপুর গ্রামের মেম্বার হাসানুজ্জামানের উপস্থিতিতে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়।
Discussion about this post