আন্তর্জাতিক ডেস্ক: মায়ের কোলে সদ্যোজাত শিশু। বয়স মাত্র ৩৬ দিন। তাকে নিয়ে অফিসে ফাইল সই করছেন এক তরুণী। সেই ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। এই তরুণী ভারতের কেরালার রাজধানী শহর তিরুঅনন্তপুরমের সিপিএম পরিচালিত পুরবোর্ডের মেয়র আর্যা রাজেন্দ্রন। গত ১০ আগস্ট তিরু অনন্তপুরমের এসএটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আর্যা। তারপর থেকে বাড়িতেই ছিলেন। অন্য দিকে ফাইল জমে যাচ্ছিল মেয়রের দপ্তরে। এক মাস ছয় দিনের মেয়েকে কোলে নিয়েই তিনি পৌঁছে যান দপ্তরে। সেখানে বেশ কিছু ফাইলে সই করেন। তারপর বৈঠক করেন কর্মকর্তাদের সঙ্গেও। কেরালায় নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে। সে সব বিষয়েই কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। আর্যার বয়স এখন ২৪ বছর। তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেত্রী ছিলেন। সেখান থেকেই দলের সদস্যপদ পান। ২০২০ সালের ডিসেম্বরে কেরালার পুলসভাগুলির ভোট ছিল। তিরুঅনন্তপুরম পুরসভায় তাকে প্রার্থী করেছিল দল। জেতার পর এই তরুণীকেই মেয়র করার সিদ্ধান্ত নেয় পার্টি। সেই পুরভোটের চার মাসের মধ্যেই কেরালার বিধানসভা ভোট ছিল। শহরের মানুষের জনমত দেখে কেরালার সিপিএম ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ছিল। তারপর দেখা যায়, বিধানসভা ভোটে কেরালার রীতি ভেঙে পর পর দুইবার সরকার গড়েছে বামেরা। আর্যা এখন দেশের সর্বকনিষ্ঠ মেয়র। তার স্বামী শচীন দেব কেরালার বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। শচীনও এসএফআই থেকেই উঠে এসেছেন। ছাত্র আন্দোলনের সময়েই আর্যা-শচীনের বন্ধুত্ব হয়। তারপর তা গড়ায় প্রেমে। গত বছর সেপ্টেম্বরে তারা বিয়ে করেন। সিপিএমের এই তরুণ দম্পতি মেয়ের নাম রেখেছেন দুয়া।
Discussion about this post